মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
লামা,প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলার দুর্গম এলাকায় নির্মিত ধুইল্যাপাড়া মসজিদ ও নির্মাণাধীন রফিক হান্নান হেফজখানা ও এতিমখানার সামনে একটি নলকূপ স্হাপনে খরচ বাবদ প্রাথমিক পর্যায়ে -১০০০০/= টাকা প্রদান করেন।
কাতার প্রবাসী মোহাম্মদ আবদুল মজিদ এর পক্ষে তার বড় ছেলে আবদুল্লাহ আল মামুন। উল্লেখ্য,তিনি নলকূপ স্হাপনের জন্য আরো টাকা এবং এতিমখানা নির্মাণ শেষ হলে এতিমখানার জন্য প্রতিমাসে নির্দিষ্টহারে কিছু সহযোগিতা করার আশ্বাস দেন।
সবাইকে আবদুল মজিদ ভাই ও তার মায়ের জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস