সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।ছবি-সংগৃহীত
৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ এ সব মেডিকেল অফিসার উপজেলার বিভিন্ন ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করবেন।
বর্তমানে তারা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসাসেবা কার্যক্রম চালাচ্ছেন। চলতি মাসেই জনসাধারণের সুবিধার্থে গ্রামের সে সব উপ-স্বাস্থ্য ও কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবার কাজে জড়িয়ে পড়বেন।
এই উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন মিলিয়ে প্রায় ৪ লাখের অধিক জনসংখ্যার বসবাস। এর বিপরীতে রয়েছে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স, ১২টি উপ-স্বাস্থ্যকেন্দ্র ও ৩৯টি কমিউনিটি ক্লিনিক।
তার মধ্যে ১৩ জন নতুন যোগদানকৃত চিকিৎসকগণ উপজেলার বেতাগৈর, মোয়াজ্জেমপুর, নান্দাইল, চন্ডীপাশা,গাংগাইল, রাজগাতী, সিংরইল, আচারগাঁও ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কয়েকটি কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা দিবেন।
নান্দাইল উপজেলায় নতুন ১৩ জন ডাক্তার পদায়ন করায় চিকিৎসাসেবার মান বহু গুণে বেড়ে যাবে বলে প্রত্যাশা করছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহম্মেদ নাসের।
এনএম