রবিবার, ১১ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স মনে করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে খেলার সুযোগ অর্জন করবে। তিনি মনে করেন, এবারের বাংলাদেশ দলটা খুবই ভালো, একটু বেশিই ভালো।
গতকাল (৩০ জানুয়ারি) কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সেমি ফাইনালে উঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটে-বোলিংয়ে সমান তালে দাপট দেখিয়েছে আকবর বাহিনী। এমন দুর্দান্ত পারফরম্যানসের পর ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স বাংলাদেশ দলকে ফাইনালে দেখছেন।
ম্যাচ শেষে উইলকিন্স বলেন, `এ বাংলাদেশ দলটা খুব ভালো। একটু বেশিই ভালো একটা দল। আমি দেখতে পারছি যে তারা ফাইনালে চলে যাবে। নিউজিল্যান্ড এই বাংলাদেশ দলকে হারাতে পারবে না। নিউজিল্যান্ড ক্রিকেট সমর্থকদের কাছে আমি দু:খিত। কিন্তু বাংলাদেশের এই দলটা খুবই ভালো। এদের প্রচুর ব্যাকআপ আছে।’
বল হাতে দক্ষিণ আফ্রিকাকে একাই ধসিয়ে দেয়া রকিবুল সম্পর্কে অ্যালান উইলকিন্স বলেন, `দারুণ নিয়ন্ত্রণ তার বোলিংয়ে। তাদের ব্যাটসম্যানরাও টার্নিং উইকেটে বল খেলে অভ্যস্ত। তাই ব্যাটসম্যানরাও ভালো স্পিন খেলতে পারে আর বোলাররাও ভালো স্পিন করতে পারে।’
আগামী ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মোকাবেলা করবে বাংলাদেশের যুবারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক রোমাঞ্চকর জয় পেয়ে সেমির টিকিট পায় নিউজিল্যান্ড। কিন্তু উইলকিন্স মনে করেন বাংলাদেশের যুবারা থামিয়ে দিবে ব্ল্যাক-ক্যাপসদের।
এসএস