সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : দুই দলের অবস্থা সম্পূর্ণ বিপরীত। নিজেদের একমাত্র ম্যাচে খুব কাছে গিয়েও জেমকন খুলনার কাছে হেরে গেছে ফরচুন বরিশাল। অন্যদিকে বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনার বিপক্ষে দারুণ দুটি জয় পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
আজ (শনিবার) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। যেখানে জিতলেই গাজী গ্রুপ চট্টগ্রামকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে রাজশাহী। অন্যদিকে জয়ের খাতা খোলার মিশন তামিম ইকবালের দল বরিশালের সামনে।
এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম। আগে ব্যাট করতে নামবে রাজশাহী। এ ম্যাচে দুই দলই নিজেদের একাদশে নিয়েছে ৪ পেসার। আগের ম্যাচের একাদশ থেকে আরাফাত সানিকে বাদ দিয়ে রেজাউর রহমানকে নিয়েছে রাজশাহী।
মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, রেজাউর রহমান, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন এবং কামরুল ইসলাম রাব্বি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস