সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
ফাইল ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বরিশাল-ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকা থেকে রাজধানীমুখী সব নৌ-যান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার বরিশাল থেকে ৭টি নৌযান যাত্রী নিয়ে যাবার কথা থাকলেও হঠাৎ এ সিদ্ধান্তে বিপাকে পড়েন যাত্রীরা। পূর্ব থেকে টিকেট সংগ্রহ করা যাত্রীরা জানান শুক্রবার বিকেল ৪টার দিকে লঞ্চ থেকে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।যাত্রীরা জানান, পূর্ব থেকে বিষয়টি জানা থাকলে ভোগান্তি পেতে হতো না।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত রাজধানীমুখী সব লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌ-যান ও স্পিডবোট চলাচলের ওপর নির্বাচনের কারণে ২৯ জানুয়ারী নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে নৌ-পরিবহণ মন্ত্রণালয়।
এসএস