বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : ক্লাবের কর্তাব্যক্তিদের সঙ্গে লিওনেল মেসির বিবাদের ফলে আর্জেন্টাইন তারকার দল ছাড়ার গুঞ্জনে মুখর ইউরোপীয় সংবাদ মাধ্যম। শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি, জুভেন্তাসসহ ইউরোপের সব নামিদামি ক্লাব আসছে গ্রীষ্মে দলে টানতে চায় তাকে। তবে সিটি কোচ পেপ গার্দিওলার বিশ্বাস, বার্সেলোনাতেই ক্যারিয়ারের ইতি টানবেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী।
মেসি বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও প্রতি মৌসুম শেষে বিনামূল্যে অন্য ক্লাবে পাড়ি জমানোর সুযোগ আছে তার। সেক্ষেত্রে ক্লাব ছাড়ার ইচ্ছাটা মৌসুমের শেষ মাসে ক্লাবকে জানাতে হবে তাকে। বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপক এরিক আবিদালের সঙ্গে মেসির দ্বন্দ্ব আর চুক্তিতে প্রতি মৌসুম শেষে তার ‘ফ্রি’ হয়ে যাওয়ার সুযোগটা মেসির ক্লাববদলের গুঞ্জনে রসদ যোগাচ্ছে। ইংলিশ সংবাদ মাধ্যমের দাবি, তাকে পেতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিকে মেসির সাবেক গার্দিওলার সিটিতে থাকাকেও একটা কারণ হিসেবে দেখা হচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যমে। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ থাকাকালীন দুটো চ্যাম্পিয়ন্স লিগ আর তিনটি লিগ শিরোপাসহ মোট ১৪টি শিরোপা জিতিয়েছিলেন গার্দিওলা।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস