রবিবার, ১১ মে ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজার। ছবি: সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপের জৌলুস বাড়াতে ব্রাজিলের তারকা গোলরক্ষক জুলিও সিজার ২২ জানুয়ারি ঢাকায় আসবেন। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ সম্মেলন করে জানালেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপকে ভিন্ন মাত্রা দিতেই আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি।
বঙ্গবন্ধু গোল্ডকাপের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে শুরুতেই বাফুফে সভাপতি জানিয়েছিলেন এবারের টুর্নামেন্টে কিংবদন্তি খেলোয়াড়কে আনার পরিকল্পনা রয়েছে বাফুফের। তবে কে বা কারা আসছেন বাংলাদেশে সে ব্যাপারে পরিষ্কার করেননি তিনি। অবশেষে শুক্রবার সংবাদ সম্মেলন করে জানালেন, ব্রাজিলের হয়ে দুটি ফিফা কনফেডারেশন্স কাপ ও একটি কোপা আমেরিকা জেতা সিজার ২২ জানুয়ারি ঢাকায় আসছেন।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানান, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপকে আমরা ভিন্নমাত্রা দিতে চাই। এ কারণে এই প্রতিযোগিতায় ফিফা ঘোষিত তারকা খেলোয়াড় আনতে যাচ্ছি আমরা। তিনি আমাদের বিশেষ অতিথি।’
জুলিও সিজার ২৩ তারিখ বাফুফের ট্রেনিং অ্যাকাডেমির গ্রাউন্ড পরিদর্শন করবেন। সেখানে গোলরক্ষকদের টিপস দিবেন। মেয়েদের ফুটবল অনুশীলনেও থাকবেন তিনি।
এসএস