শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয়টিতে ভারতের সামনে চ্যালেঞ্জিং এক লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েড আর স্টিভেন স্মিথের ব্যাটে চড়ে ৫ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা। অর্থাৎ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে হলে ভারতের দরকার ১৯৫ রান।
সিডনিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল অসিরা। বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন ওয়েড। ডি’আরচি শর্ট ৯ করে ফিরলেও উদ্বোধনী জুটিতে তাকে নিয়ে ঠিকই ২৭ বলে ৪৭ রানের ঝড়ো জুটি গড়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক।
৩২ বলে ১০ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৮ রান করে ওয়েড হন রানআউটের শিকার। এরপর স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ময়েসেস হেনড্রিকসরা রানের গতি বাড়িয়ে নিয়েছেন। স্মিথ ৩৮ বলে ৩ চার আর ২ ছক্কায় খেলেন ৪৬ রানের ইনিংস। ম্যাক্সওয়েল ১৩ বলে ২ ছক্কায় করেন ২২ রান।
এছাড়া হেনড্রিকস ১৮ বলে ২৬ আর শেষদিকে মার্কাস স্টয়নিস আর ড্যানিয়েল স্যামসও অল্প সময়ে ঠিকই দলের প্রয়োজন মিটিয়েছেন। স্টয়নিস ৭ বলে অপরাজিত থাকেন ১৬ রানে। ৩ বলে ৮ করেন স্যামস। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান যোগ করে অস্ট্রেলিয়া।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন টি নটরাজ। ২০ রান খরচায় ২টি উইকেট নেন বাঁহাতি এই পেসার। একটি করে উইকেট পান শার্দুল ঠাকুর আর ইয়ুজব্ন্দ্রে চাহাল।
এসএস