সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
হালিমা খাতুন বালিকা বিদ্যালয়। ছবি: সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের বহু নির্বাচনী পরীক্ষা ভুল প্রশ্নে গ্রহণ করা হয়েছে। এতে প্রায় শতাধিক নিয়মিত পরীক্ষার্থীরা ২০১৮ সালের সিলেবাসে অর্থাৎ অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নে উত্তর লিখতে হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, বহু নির্বাচনী পরীক্ষা ৩০ মিনিটের ও ৩০ নম্বরের। এই পরীক্ষা প্রথমেই দিতে হয়। তাদের সুযোগ ছিলোনা হলে বসে সিলেবাস যে ২০১৮ সালের ছিল তা দেখার। এই ভুল যারা প্রশ্ন বণ্টন করেছে তাদের।
এতে করে ২০২০ সালের নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ায় সম্ভাব্য ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। সারা দেশের সাথে একযোগে বরিশালেও প্রথম দিন এসএসসি’র বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হলে পুরনো সিলেবাসের প্রশ্ন পেয়ে বিভ্রান্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে অন্যান্য কক্ষের পরীক্ষার্থীদের সাথে প্রশ্ন মেলাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে ঐ কেন্দ্রের দুটি কক্ষের শিক্ষার্থীরা। এ সময় তারা দেখতে পায়, ভুল প্রশ্নপত্রে নেওয়া হয়েছে তাদের বাংলা প্রথম পত্রের নৈবত্তিক পরীক্ষা। এ কারণে তারা প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা দিতে পারেনি। এতে তাদের সার্বিক ফলাফলে বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছে।
এদিকে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার খবরে হালিমা খাতুন বিদ্যালয় পরিদর্শন করেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস। কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টরা ভুল করেছেন উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি নিশ্চিত করার কথা বলেন তিনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান বোর্ড চেয়ারম্যান।
এসএস