রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন পরিষদের সদস্য বৃন্দ। ৯ সেপ্টেম্বর, বুধবার দুপুর ১ টায় জেলা প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে জেলা পরিষদের সদস্যরা এই অনাস্থা প্রস্তাব আনেন।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদের সদস্য মো. আব্দুল খালেক। সংবাদ সন্মেলনে ২০ সদস্যর মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন বলে দাবী করেন উদ্যোক্তারা।
সংবাদ সন্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অশালীন আচরণ,আত্মীয়করণ এবং প্রকল্প গ্রহণে একক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সরকারের সুনাম বিনষ্ট করার অভিযোগ আনা হয়। এ বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবীও জানান তারা।
এ সময় মো. মমতাজ উদ্দিন মন্তা, আছমা উল হোছনা, দিলরুবা আক্তার (কাজল), তাজুল আলম বাবুল, মো. একরাম হোসেন, মো. রুহুল আমিন, মো. মহিবুল হক, মো. আবদুল্লা আল মামুন, মো. মোস্তফা কামাল, এইচ এম খায়রুল বাশার, আঞ্জুমান আরা, মো. মোজাম্মেল হক, মো. আসাদুজ্জামান আকন্দ সাগর, বেগম জোসনারা মুক্তি, মো. আবু বক্কর ছিদ্দিক, এ এসএম মজিবুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস