রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:২২ অপরাহ্ন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলার তজুমদ্দনিরে কোষ্টর্গাড মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল আটক করে।
তজুমদ্দনি কোষ্টর্গাড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল থেকে মেঘনার কামারখাল কোপখালী ও ৮নং চর এলাকায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন।
পরে আটককৃত জাল শশীগঞ্জ সস্নুইজগেটে আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস