মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধোপাজাঙ্গালিয়া গ্রামের কৃষক আসাদুল ইসলাম (৩২) ও তার তিন বছরের মেয়ে জান্নাতুল অমি।
স্থানীয়রা জানান, কৃষক আসাদুল ইসলাম তার তিন বছরের মেয়ে জান্নাতুল অমিকে কোলে নিয়ে জমিতে সেচের মাধ্যমে পানি দিতে যান। এ সময় পুকুরের পাড়ে সেচ যন্ত্রের বৈদ্যুতিক সুইচ চাপতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আসাদুল। গুরুতর আহত অবস্থায় মেয়ে অমিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসম