রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শাহীন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শাহীন উপজেলার পাকাটি গ্রামের বাসিন্দা।
ভিক্টিম শিশুর মা বাদী হয়ি মঙ্গলবার (৮ ডিসেম্বর) সাড়ে ৮টার দিকে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, মামলার পরে রাতেই অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে শাহীনকে ময়মনসিংহ আদালতে পাঠানো হবে।
তিনি বলেন, গত ২৮ নভেম্বর সন্ধ্যার দিকে ওই শিশুকে মোবাইলে গেম খেলার কথা বলে বাড়ির পাশের পুকুর পাড়ে নিয়ে বলাৎকার করে শাহীন। এ ঘটনায় শিশুটি গুরুতর আহত হলে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ভিক্টিম শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেই মামলা করেন ভিক্টিম শিশুর বাবা।
এসএস