শনিবার, ১০ মে ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
আটক দুই মাদক ব্যবসায়ী।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে দেশি পিস্তল ও গুলিসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে রংপুর তাজহাট থানায় এক প্রেস ব্রিফিংয়ে আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান সাংবাদিকদের এ তথ্য জানান।
মুত্তাকী ইবনু মিনান বলেন, ‘ইতিপূর্বে উক্ত কুখ্যাত মাদক ব্যাবসায়ী ও হত্যা মামলার আসামি মোঃ শাহারুল ইসলামের বিরুদ্ধে ৯টি মামলা বিচারাধীন।
গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট (গলাকাটা মোড়) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে তাজহাট থানা পুলিশ। এ সময় অত্র এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মোঃ শাহারুল ইসলাম (৪২) ও তার সহযোগী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ কাওসার আহম্মেদ বাবুকে (৪০) একটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মাদক মামলা দায়ের করা হয়েছে।
এসএস