শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
সেফটি ট্যাংক থেকে শুক্রবার বিকালে যুবকের লাশ উদ্ধার করা হয়।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই এলাকার একটি সেফটি ট্যাংক থেকে শুক্রবার বিকালে নিখোঁজের ১১ দিন পর সুমন নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কায়সার জানান, ১১ দিন আগে স্থানীয় কাজীপাড়া এলাকার আব্দুর রহিমের পুত্র সুমন নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে হারাগাছ মেট্রোপলিটন থানায় একটি জিডি করা হয়।
পুলিশ তদন্তে নেমে সারাই মসজিদের পাশের একটি সেফটি ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় সুমনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এসএম