রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে প্রবেশ এবং বের হওয়ায় নিষেধাজ্ঞা।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজশাহী মহানগরীতে প্রবেশ এবং বের হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি)। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে না। আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্রামক ব্যাধি নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ ছুটি চলাকালে এক জেলা হতে অন্য জেলা এবং এক উপজেলা হতে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল নিষেধ এবং রাত ৮টা হতে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনভাবেই বাড়ির বাহিরে না আসার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।
এই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর এলাকায় মহামারী বিস্তাররোধের নিমিত্তে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ৩১, ৪০ ও ৪১ (ক), (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় সরকার কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতি প্রয়োজন ব্যতিরেকে আন্তঃজেলা/উপজেলা যোগাযোগ/জনসাধারণের চলাচল অর্থাৎ মহানগরী হতে জনসাধারণের বহির্গমন এবং মহনগরীতে প্রবেশ এবং রাত ৮টা হতে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে আসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস