সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
সাদিয়া রেজওয়ান। ছবি- সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক : ফ্যাশনে সাদিয়া রেজওয়ান এগিয়ে যাচ্ছেন দারুণভাবে। ল্যাকমি ফ্যাশন উইকে দেখিয়েছেন বাংলাদেশের রিকশাচিত্র। তার পোশাকের নকশায় উঠে এসেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই চিত্র। সাদা জমিনে জমকালো রিকশাচিত্র উদ্বোধনী দিনেই বাজিমাত করে ফেলে। ঢাকার তাজমহল রোডে জন্ম এবং বেড়ে ওঠা তার। বাবা-মায়ের ইচ্ছা ছিল চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হোক। কিন্তু তার ভালোবাসা ডিজাইনে। এজন্য ফ্যাশন ডিজাইন পড়াশোনার পাশাপাশি অ্যাকাউন্টিংয়ে বিবিএস করেছেন। পরে করেছেন এমবিএসও।
বর্তমানে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনিং-এ ফ্যাশন ডিজাইন এমএসসি করছেন। ফ্যাশনে কেন ক্যারিয়ার গড়লেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্যাশনটাকে প্রফেশন হিসেবে নিতে পেরেছি; তাই নিজেকে ভাগ্যবতী মনে করি। যখন আমার নকশা করা পোশাকটা পরে কাউকে আনন্দিত হতে দেখি, আমিও আনন্দিত হই। গর্ব হয় যখন নিজের ডিজাইন করা পোশাকের মাধ্যমে দেশ ও ঐতিহ্যকে বিশ্বের কাছে উপস্থাপন করতে পারি।
তিনি মনে করেন, বাংলাদেশে মেয়েদের জন্য কাজের পরিবেশ এখনো যথেষ্ট ইতিবাচক নয়। কাজের ক্ষেত্রগুলোতে তাদের অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন। তার কাছে, চলার পথের বাধাগুলো অতিক্রম করতে পারাটাই সব থেকে বড় সাফল্য। এই বছর তিনি অংশ নিলেন ল্যাকমি ফ্যাশন উইকে। ল্যাকমি ফ্যাশন উইক বর্তমানে ভারতের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী, গ্ল্যামারাস এবং জনপ্রিয় ফ্যাশন এবং লাইফস্টাইল ইভেন্ট।
আইএনআইএফডি ল্যাকমি লঞ্চপ্যাড’ শীর্ষক প্রতিযোগিতার মাধ্যমে প্রতি বছর উদীয়মান ট্যালেন্টেড ডিজাইনার নির্বাচন এবং ফ্যাশন দুনিয়ার সঙ্গে ডিজাইনারের পরিচয় করানো হয়। এই ইভেন্টে তিনি তার বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্র নিয়ে কাজ করেছেন। বাংলাদেশে রিকশার তৈরির হার কমে যাওয়া এবং আধুনিক প্রিন্টিং ব্যবস্থা চালু হওয়ার কারণে রিকশা আর্টিস্টরা দ্রুত জীবিকা হারাচ্ছেন, আমাদের ১০০ বছরের পুরোনো শিল্প মারা যাচ্ছে। তাই তিনি রিকশা আর্টিস্টদের দিয়েই পোশাকে এই আর্ট করিয়েছেন যাতে করে এই শিল্পটির সংরক্ষিত হয় এবং পাশাপাশি রিকশা আর্টিস্টদেরও মূল্যায়ন হয়।
২০২০-এর ফেব্রুয়ারিতে তার কালেকশন ল্যাকমি ফ্যাশন উইকের র্যাম্পে প্রদর্শন করা হয়। এখানে তিনি বাংলাদেশকে উপস্থাপন করেছেন পোশাকে রিকশাচিত্রের মাধ্যমে এবং আলোচিত ও প্রশংসিত হয়েছেন। ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকা এবং অনলাইন মিডিয়াতে তার ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। সবচেয়ে খুশির বিষয় হচ্ছে তার ডিজাইন করা পোশাক পরে র্যাম্পে হেঁটেছেন বিদেশি মডেলরা।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস