সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
ফাইল ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন পশ্চিম রেলের সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলী। বর্তমানে তিনি খুলনা-মোংলা রেল প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে এই হুমকির ঘটনায় শুক্রবার সকালে নিজের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী তানজিম নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে রেল কর্মকর্তা রমজান আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে মতামত/বক্তব্য নিতে ফোন করলে তিনি সাংবাদিকদের হুমকি দেন বলে উল্লেখ করা হয়।
শুক্রবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, রেল কর্মকর্তা রমজানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে নারী নির্যাতনের মামলা রয়েছে। প্রাথমিক বিচারিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতও হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির তদন্ত করছে।
এসএস