সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সিলেটে এবার পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার রাতে পুলিশ অভিযুক্ত শ্রমিকলীগ নেতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ২ নম্বর বাসার দুইতলার ভাড়াটে দেলোয়ার হোসেন ও তার সহযোগী হারুন আহমদ। দেলোয়ার শ্রমিকলীগের রাজনীতির সাথে জড়িত।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেলিম মিয়া জানান, শনিবার শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে পাঁচ সন্তানের এক জননী ধর্ষিত হন।
পরে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএস