সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন মারা গেছেন। শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের চাকা ফেটে খুলে যাওয়ায় শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তারা দুজনই বাসের যাত্রী ছিলেন। এছাড়া এ ঘটনায় নারী-পুরুষসহ আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের একজন সিলেটের বালাগঞ্জ থানার চান্দাইপাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে উর্ম্মি বেগম (১৩)। অন্যজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন। তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ১০ জনের মতো যাত্রী আহত হয়েছেন।
শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার অতিরবাড়ি নামক স্থানে আসলে সামনের একটি চাকা ফেটে খুলে যায়। এ সময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। বিরতি নামের বাসটি সিলেট-শেরপুর রোডে চলাচল করে।
এসএস