সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক :সরকারি বা বেসরকারি হাসপাতাল থেকে রোগীকে সরাসরি ফিরিয়ে দেয়া যাবে না। সন্দেহভাজন করোনা রোগী মনে হলে তা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে জানাতে হবে।
৩০ এপ্রিল, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে কোনো রোগী করোনা রোগে আক্রান্ত মনে হলে বা কোন কারণে রোগীকে সেবা দেওয়া না গেলে সেক্ষেত্রে রোগী থাকা অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নাম্বারে ফোন করে পরামর্শ নেয়ার নির্দেশ দেওয়া হল।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হল- ০১৩১৩-৭৯১১৩৯ ,০১৩১৩-৭৯১১৩০, ০১৩১৩-৭৯১১৩৮ ও ০১৩১৩-৭৯১১৪০।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬৭ জনে। গত ১৭ এপ্রিল সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসএস