রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি কমাতে যে কোনো পার্সেল বা ডেলিভারি প্যাকেজ না ধরে ৭২ ঘণ্টা পর্যন্ত ফেলে রাখার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের বাথ, ব্রিস্টল এবং সাদাম্পটন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীদের একটি দল। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। মূলত প্রতিবেদনটিতে করোনাভাইরাস রোধে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
এতে বলা হয়, করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি কমাতে বাহির থেকে আসে ডেলিভারি প্যাকেজগুলো ৭২ ঘণ্টা পর্যন্ত না ধরা উত্তম। বাড়িতে নিয়মিতভাবে জীবাণুনাশক ছিটাতে হবে। জিনিসপত্রের ওপর সবসময় জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা নিতে হবে। যেমন একজনের তোয়ালে আরেকজন ব্যবহার না করা।
এসএস