মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ লাখ টাকা মূল্যের মাদকসহ মাসুদ রানা রাসেল (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মাসুদ রানা ঘিওর উপজেলার দক্ষিণ তরা এলাকার আতোয়ার রহমানের ছেলে।
জানা গেছে, মানিকগঞ্জের ঘিওর উপজেলার দক্ষিণ তরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাজাসহ মাসুদ রানাকে আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ লাখ চার হাজার টাকা। ওই যুবকের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। এছাড়া তার নামে ঘিওর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।