Dailybdnews360.Com
- ৪ জানুয়ারী, ২০২৩ / ২০৮ বার পঠিত
মানিকগঞ্জের ঘিওরে চার দোকানে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারের সেন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ সেলিম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, সেন মার্কেটের একটি কসমেটিকস দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিস দুইটি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।