রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
ধামরাইয়ে ঢাকা -২০ আসনের আওয়ামী লীগের এমপির নাম ভাঙ্গিয়ে গাজিখালী নদী থেকে বালু লুট করে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুই বালুদস্যু।
জানাগেছে, ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগের এমপি বেনজীর আহমেদের নাম ভাঙ্গিয়ে গাজিখালী নদী থেকে বালু লুট করে ড্রেজারের ম্যাধমে ২০ লাখ টাকার বালু লুট করেছে আতাউর রহমান ও ওহাব মিয়া নামে দুই বালুদস্যূ।
দীর্ঘ দিন ধরে গাজিখালী নদীর বিভিন্ন পয়ন্টে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে দেদারসে বিক্রি করেছে। আতাউর রহমান ও ওহাব মিয়া বালু বিক্রির টাকা দিয়ে এলাকায় দাপট দেখাচ্ছ। তারা এমপির দোহায় দিয়ে বালু লুটপাট করছে। বিগত ৬মাসে বালু বিক্রি করে ১কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই দুই বালুদস্যূ।
এ দিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব। বালুদস্যু আতাউর রহমান ও ওহাব মিয়ার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না তাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনীর ভয়ে। এই বালু দস্যুদের সাথে গোপনে আঁতাঁত রয়েছে ধামরাই ভূমি অফিসের কিছু অসৎ কমকর্তা ও কর্মচারীদের। যে কারনে মোবাইলকোর্ট পরিচালনার খবর বালুদস্যুরা আগেই পেয়ে যান।
এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি এ প্রতিবেদককে বলেন, খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।