Dailybdnews360.Com
- ১ সেপ্টেম্বর, ২০২৩ / ২৬৮ বার পঠিত
মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে অগ্নীকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের মালামাল সহ স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেছেন। এই অগ্নীকান্ডে বাজারের পল্লীসেবা বাসষ্ট্যান্ড এলাকার পাটের গুদাম, ফলের গুদাম ও একটি ষ্টিল কারখানা মালামাল পুড়ে গেছে।
শুক্রবার সকাল ৬টার দিকে সাটুরিয়া বাজারের পল্লীসেবা বাসষ্ট্যান্ড এলাকায় এই আগুনের সুত্রপাত হয়।
পরে সাটুরিয়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ৩ ঘন্টা কাজ করে সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্রমিকদের সিগারেটের আগুন থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাথে সাথে
ফায়ার সার্বিস কর্মীরা ঘটনাস্থলে চলে যায়। পরে ২টি ইউনিট ৩ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে মোহাম্মদ হোসেনের ১০ লক্ষ টাকার পাট, ১ লক্ষ টাকার ফল এবং মন্তোষ রাজবংশীর ৮ লক্ষ টাকার ষ্টিল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।