সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ । গতকাল রাতে উপজেলার তিল্লি ইউনিয়নের দক্ষিণ আয়নাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম মোঃ শহর আলী (৩৭)। সে ওই এলাকার মৃত ইশারত আলীর ছেলে। বুধবার (৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।
থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এসআই মোঃ আল আমিন উপজেলার তিল্লি ইউনিয়নের আয়নাপুর এলাকায় অভিযান চালিয়ে শহর নামে এক মাদক কারবারিকে আটক করে।
এসময় তার নিকট থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দিয়ে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।