সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সাভারের রাজ ফুলবাড়িয়ার কালিনগর জামে মসজিদে হামলা ও ভাংচুরের ঘটনায় তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজুবাহিনীর প্রধান রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার।
এর আগে গত ২৬ জুলাই কাজী আব্দুল মাজেদ নামে এক ব্যক্তি বাদি হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার পুলিশ রাজু আহম্মেদকে রাজধানীর কামরাঙ্গীচরের ঝালুহাটি তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন সিকদার জানান, গত ২৩ জুলাই তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কালিনগর জামে মসজিদে ভাংচুরের মামলায় পলাতক প্রধান আসামি রাজুকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কামরাঙ্গীচর থানাধীন ঝালুহাটি তার নিজ শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া এলাকার ওই মসজিদের নির্ধারিত ইমাম ছুটিতে থাকায় মসজিদ কমিটির সভাপতি মাজেদ কাজী জুমার নামাজের খুতবা দেন। এসময় খুতবা দান এবং জুমার নামাজে ইমামতি নিয়ে স্থানীয় কয়েকজন বাধ সাধেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে নামাজ শেষে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।